বাংলাদেশের ডোমেইন হোস্টিং কোম্পানি গুলো কি কি? Top Domain Hosting Company in Bangladesh

  কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন। 




আজকে মূলত আমরা আলোচনা করব বাংলাদেশের টপ 5 টি ওয়েব হোস্টিং কোম্পানি সম্পর্কে। যেখান থেকে আপনি খুব সহজেই লোকালি পেমেন্ট এর মাধ্যমে অর্থাৎ বিকাশ, ডাচ বাংলা অথবা ব্যাংক এবং আপনি চাইলে সরাসরি তাদের হাতে টাকা দিয়ে আপনি আপনার website এর জন্য Domain বা Hosting কিনতে পারবেন। তার আগে একটা কথা বলে নিই যে, আমাদের দেশে যে ওয়েব হোস্টিং কোম্পানি গুলো রয়েছে, তার বেশিরভাগই আমেরিকা থেকে পরিচালিত হয়ে থাকে। 



বাংলাদেশের বিশেষ বিশেষ ডোমেইন হোস্টিং কোম্পানিগুলো সম্পর্কে আলোচনা করা হলো । 





Dhaka Web Host   ঢাকা ওয়েব হোস্ট




হোস্টিং সাইট গুলোর মধ্যে অনেক এগিয়ে আছে ঢাকা web host . তারা খুব অল্প দামে ডোমেইন কেনার সুযোগ দিচ্ছে এবং পেমেন্ট করা যাবে বিকাশ, রকেট অথবা ব্যাংকিং এর মাধ্যমে অথবা শিওর ক্যাশের মাধ্যমে। আপনি চাইলে তাদের হাতে টাকা জমা দিয়ে আপনার ডোমেইন ক্রয় করতে পারবেন। আপনার যতগুলো ফিচার প্রয়োজন সবগুলো আপনি পাবেন এখানে।






আনলিমিটেড ওয়েবস্পেস পাবেন এবং আনলিমিটেড ফ্রি এবং আনলিমিটেড এফটিপি একাউন্ট,  আনলিমিটেড  ব্যাকআপ পাবেন।  আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে, তারা আপনার 30 দিন পর্যন্ত মানি ব্যাক করে থাকে অর্থাৎ আপনার যদি তাদের কোনো কার্যক্রম ভালো না লাগে তাহলে আপনি চাইলে আপনার টাকাটা ফেরত নিতে পারবেন 30 দিনের মধ্যে এবং  24 ঘন্টা সাপোর্ট তো থাকছেই সপ্তাহের সাত দিন বছরের 365 দিনই । আপনি দেখে যাচাই বাছাই করে আপনার পছন্দমত আপনি ডোমেইন হোস্টিং নিতে পারেন। 



বাংলাদেশের ডোমেইন হোস্টিং কোম্পানি গুলো কি কি?  Top Domain Hosting Company in Bangladesh 





Alphanet আলফানেট




আলফানেট বাংলাদেশের একটি অন্যতম হোস্টিং কোম্পানি। তারা প্রায় 17 বছর যাবৎ বাংলাদেশ ও বিশ্বের অনেক দেশে সার্ভিস প্রদান করে আসছে। এর পাশাপাশি তারা ওয়েব ডিজাইনের কাজ করে থাকে। আপনি টাকার বিনিময়ে তাদের দিয়ে আপনার প্রয়োজনীয় কাজ করিয়ে নিতে পারেন।







সাবডোমেইন, ইমেইল একাউন্ট ইত্যাদি এবং তাদের কাছ থেকে আপনি পাবেন হচ্ছে SSL  সার্ভিসও পাবেন এবং 24 ঘন্টা সাপোর্ট পাবেন। বিভিন্ন প্যাকেজের মধ্য থেকে আপনার যে প্যাকেজটি সবচেয়ে বেশি ভালো লাগে আপনি দেখেশুনে নিয়ে নিবেন। 





Web Host BD ওয়েব হোস্ট বিডি 




ওয়েব হোস্ট বিডি অল্প দিন হল বাজারে এসেছে কিন্তু অল্প সময়ে তারা একটা ভালো সুনাম কুড়িয়ে নিয়েছে। তারা বর্তমানে বাংলাদেশসহ বহির্বিশ্বে বেশ জনপ্রিয় এবং তাদের সার্ভিস ভালোভাবে প্রদান করে থাকে। আনলিমিটেড সাবডোমেইনে social সার্ভিস and ব্যাকআপ এখান থেকে আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারেন এবং এটাও ঠিক একইভাবে আপনার হোস্টিং এর পাশাপাশি ওয়েব ডিজাইনের কাজটা সেটাও করিয়ে নিতে পারেন । আপনার পছন্দমত বিভিন্ন প্যাকেজ থেকে আপনার যে প্যাকেজ টা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে আপনি সেই প্যাকেজটি নিতে পারেন । 






Hosting Bangladesh  হোস্টিং বাংলাদেশ 





হোস্টিং বাংলাদেশ একটি বাংলাদেশের অন্যতম ডোমেইন হোস্টিং সার্ভিস। এদের কার্যক্রম এবং এদের সার্ভিসটা অনেকটা ভালো  এখান থেকে আপনি চাইলে নির্দিষ্ট সময়ের জন্য ডোমেইন কিনতে পারবেন এবং তাদের নিকট থেকে আপনি চাইলে এক বছরের ভিত্তিতে হোস্টিং ক্রয় করতে পারবেন এবং এই কোম্পানির থেকে আপনি সকল সুযোগ-সুবিধা পাবেন। 





Host Ever হোস্ট এভার




Host Ever হচ্ছে খুবই অল্প দামে খুবই স্বল্প মূল্যে বাংলাদেশ থেকে ডোমেইন কেনার একটা কোম্পানি। এরাও ঠিক একইভাবে মাসের পাশাপাশি বছরের চুক্তিতে ডোমেইন হোস্টিং প্রদান করে থাকে এবং এদের কাছ থেকে আপনি এসব সার্ভিস ও অন্যান্য যেসব সুযোগ সুবিধা গুলো আছে সেগুলো পেয়ে যাবেন। এই প্যাকেজ গুলো ছাড়াও এখানে বিভিন্ন প্যাকেজ দেওয়া আছে। যেটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে।  আপনি সেটাকে Register করে নিতে পারেন।  





সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন আপনি ডোমেইন কিনবেন ডোমেইন নেম টা যেন আসলে একটা সুন্দর নাম হয় কারণ ডোমেইন নেমের উপর আপনার ওয়েবসাইটের আকর্ষণ নির্ভর করে।





এমন একটা নাম সিলেক্ট করুন যেটা অত্যন্ত সহজ এবং মানুষ খুব সহজে মনে রাখতে পারবে ।  ক্রিটিক্যাল কোনো নাম ব্যবহার করা থেকে বিরত থাকবেন। 






আপনার যদি কোন প্রকার প্রশ্ন থেকে থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।



আশা করি বুঝতে পেরেছেন, 


যদি ভালো লাগে তাহলে আমার অন্যান্য আর্টিকেল গুলো পড়বেন এবং অবশ্যই কমেন্ট করবেন । 


যেকোনো বিষয়ে জানতে চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন। 


ধন্যবাদ আর্টিকলটা পড়ার জন্য। 








Next Post Previous Post
No Comment
Add Comment
comment url